২০২৩ সালের আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য সংশোধনের সুযোগ পাচ্ছে মাদরাসাগুলো। আগামীকাল মঙ্গলবার (৭ জুন) থেকে এসব ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এসব শিক্ষার্থীর তথ্য অনলাইনে সংশোধন করতে পারবেন মাদরাসার প্রধানরা। আগামী ১৬ জুন পর্যন্ত আগামী বছরের আলিম পরীক্ষার্থীদের তথ্য সংশোধনের সুযোগ দিচ্ছে মাদরাসা শিক্ষা বোর্ড।
বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সোমবার বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
বোর্ড জানিয়েছে, ২০২৩ সালে আলিম পরীক্ষার্থীদের (শিক্ষাবর্ষ ২০২১-২০২২) ভর্তি ও রেজিস্ট্রেশনের সব কার্যক্রম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাধ্যমে অনলাইনে সম্পন্ন করা হয়েছে। বুয়েট থেকে প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আগামী ৭ জুন থেকে ১৬ জুন পর্যন্ত প্রদর্শন করা হবে। কোনো শিক্ষার্থীর বিভাগ, চতুর্থ বিষয়, ছবি সংক্রান্ত তথ্য সংশোধনের প্রয়োজন হলে স্ব স্ব প্রতিষ্ঠান অনলাইনে সংশোধন করতে পারবেন।
তবে, কোন অবস্থাতেই নতুন শিক্ষার্থীর নাম এন্ট্রি করা যাবে বলেও মাদরাসা প্রধানদের জানিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।