প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২২ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দিনক্ষণ প্রায় চূড়ান্ত করে ফেলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। প্রশ্নপত্র তৈরি, ওএমআর শিট প্রস্তুত, কেন্দ্র নির্ধারণসহ প্রায় সব কাজ প্রায় শেষ হয়ে গেছে। নির্দিষ্ট করে তারিখ ঘোষণা করা না হলেও আগামী জানুয়ারীর ২০২২ মধ্যে এই পরীক্ষা নেয়া হতে পারে।
প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ খবর ২০২২
ডিপিই সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর অক্টোবরের শেষ দিকে আবেদন শুরু হয়। প্রাথমিকের ইতিহাসে সবচেয়ে বড় এই নিয়োগ পরীক্ষার আবেদনগ্রহণ শেষ হয় ২৪ নভেম্বর রাতে। এতে আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। ফলে প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৪০ জন।
সূত্র আরও জানায়, মোট ৩২ হাজার ৭৭টি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে ২৫ হাজার ৬৩০ জন এবং প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে ৬ হাজার ৯৪৭ জনকে নিয়ােগ দেওয়া হবে।
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে হবে?
এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গণমাধ্যমকে জানান, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের ২০২১ মধ্যে এই পরীক্ষা নেওয়া হতে পারে।
প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২০ সিলেবাস / প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সিলেবাস pdf হলো বাংলা, ইংরেজী ,গনিত এবং সাধারন জ্ঞান থেকে প্রশ্ন হবে।
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি এর জন্য নিয়মিত সকাল এবং সন্ধ্যা রুটিন মাফিক ৫ থেকে ৬ ঘন্টা পড়তে হয় এবং পূর্বের আসা প্রশ্ন গুলো বেশী করলে এই পরীক্ষা সক্রান্ত ধারনা পাবেন এছাড়া নিয়মিত পত্রিকা পড়ে নিজেকে আপডেট রাখতে হবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পাস নম্বর নিয়ে নিশ্চিত করে কিছু বলা যায়না তবে এভারেজ ৬৫ থেকে ৭০ নাম্বার পেলে আশা করা যায় ভাইবায় ডাক পাবেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কোন বই ভালো? প্রফেসর কিংবা জেনুইন সিরিজের বইগুলো পড়তে পারেন এছাড়া অন্যান্য গাইড বই গুলো পড়তে পারেন।
Last Reported for Appointment of Primary Teachers 2021. Assistant Teacher Recruitment 2021 The Department of Primary Education (DPE) has almost finalized the date of the Assistant Teacher Recruitment Examination for Government Primary Schools in the country. Almost all the work including preparation of question papers, preparation of OMR sheets, determination of center is almost completed. Although the exact date has not been announced, the test may be taken by December 15.
[…] […]