বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ১৬ জন। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। Bangladesh Textile University (Butex) has published the results of admission test for 4 year BSc in Textile Engineering course in the academic year 2020-21. 3 thousand 18 people have passed it. The results were published on the university’s website at the university on Wednesday night.
এদিকে, ফলাফল যাচাই প্রক্রিয়ায় গরমিলের অভিযোগ তুলেছে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া একাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী। তাদের অভিযোগ, অনেক ভালো পরীক্ষা দিয়েও মেধাতালিকাতো দূরে, ৩ হাজারের মধ্যেও নাম নেই। আবার অনেকে অর্ধেক মার্কসের উত্তর করে মেধাতালিকায় নাম এসেছে। এজন্য তারা ফল পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ দিতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে।
বুধবার রাতে ফল প্রকাশের পর থেকে প্রায় শতাধিক ভর্তিচ্ছু ও তাদের অভিভাবক এই গরমিলের বিষয়টি জানায়।
জানা যায়, গত শুক্রবার (১২ নভেম্বর) ঢাকার মোট ৬টি কেন্দ্রে (বুটেক্স ক্যাম্পাস, ঢাকা সিটি কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, মোহাম্মদপুর গভঃ কলেজ, বি.এ.এফ শাহীন কলেজ, ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৬০০ আসনের বিপরীতে এবার ১৪ হাজার ৯৭৭ জন পরিক্ষার্থী এই ভর্তিযুদ্ধে অংশ নেন। প্রতিটি আসনের জন্য প্রায় ২৭ জন শিক্ষার্থী লড়াই করেছে এবার। ভর্তি পরীক্ষা ২০০ নম্বরের (লিখিত টাইপ) ছিল আর সময় ছিল মোট ২ ঘণ্টা।
ফল প্রকাশের পর গরমিলের অভিযোগ তুলে তীর্থ বিশ্বাস নামে এক ভর্তিচ্ছু জানায়, আমাদের অনেকের অভিযোগ ফলাফলে কিছুটা গরমিল আছে। আমি নিজেও অনেক ভাল পরীক্ষা দিয়েছিলাম কিন্তু মেধাতালিকাতো দূরে থাক, ৩ হাজারের মধ্যেও নাম নেই। আবার অনেকে প্রায় আমার থেকে অর্ধেক মার্কের উত্তর করে মেধাতালিকা নাম এসে গেছে। আমাদের ফল রিচেক করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানাই।
জাফর আহমদ নামে ভর্তিচ্ছুর এক অভিভাবক জানায়, ছেলে ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু রেজাল্ট আসেনি। এখন সে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। ফল পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ দিলে হয়তো মানসিকভাবে কিছুটা স্বস্তি পেতো।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভর্তিচ্ছু জানায়, এটা প্রহসনের রেজাল্ট দিয়েছে বুটেক্স কর্তৃপক্ষ। আমরা এই পরীক্ষা বাতিলের দাবি জানাই। Bangladesh Textile University (Butex) has published the results of admission test for 4 years BSc in Textile Engineering course in the academic year 2020-21.
You must log in to post a comment.