দাখিল রেজিস্ট্রেশন নবায়ন ,মাদরাসা শিক্ষা বোর্ড

দাখিলের রেজিস্ট্রেশন নবায়নে আগামী ২৩ জানুয়ারির মধ্যে আবেদন করতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড Dakhil Registration Renewal, Madrasa Education Board। ২০২১ সালের দাখিল পরীক্ষায় অংশ নিয়ে অতিরিক্ত বিষয় ছাড়া এক বিষয়ে ফেল করা শিক্ষার্থী, যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ ২০২১ সালে শেষ হয়েছে তারা রেজিস্ট্রেশন নবায়ন করে ২০২২ সালের দাখিল পরীক্ষায় অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশন নবায়নে ২০০ টাকা ফি দিতে হবে শিক্ষার্থীদের। তবে, অতিরিক্ত ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত কাগজপত্রসহ আবেদন জমা দেওয়া যাবে বোর্ডে। ইতোমধ্যে মাদরাসা শিক্ষা বোর্ড থেকে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নবায়নের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে LikhonBD.com এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

যেভাবে দাখিলের রেজিস্ট্রেশন নবায়ন :

রেজিস্ট্রেশন নবায়নের নিয়মাবলীতে বোর্ড বলেছে, আবেদনপত্র, মূল রেজিস্ট্রেশন কার্ড, এর ফটোকপিসহ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রারের নামে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ২৩ জানুয়ারির মধ্যে অবশ্যই বোর্ডে আবেদন করে রেজিস্ট্রেশন নবায়ন করে নিতে হবে। আবেদনপত্র, মূল রেজিস্ট্রেশন কার্ড, এর ফটোকপি ও বিলম্ব ফিসহ ৩০০ টাকার ব্যাংক ড্রাফটসহ বোর্ডে জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি।