জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি ২য় মেধা তালিকা ২০২৩ NU Degree Admission 2nd Merit List 2023 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষে ২য় মেধা তালিকায়স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ২০/০১/২০২২ তারিখের মধ্যে অনলাইনে ভর্তি ফরম পূরণ করে কলেজ নোটিশ অনুযায়ী এডমিশন নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ডিগ্রি ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন, ২য় মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ।
Degree ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের করণীয়ঃ
উক্ত(http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Degree%20Pass) ওয়েবসাইটে লগইন করে Admission form পূরণ করবেন। এরপর এডমিশন ফর্মের প্রিন্ট কপিসহ,প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি ফি কলেজ নোটিশ অনুযায়ী জমা দিতে হবে।
NU Degree Admission Form পূরণে যা লাগবেঃ
নিজের মোবাইল নং,অভিভাবকের নাম,অভিভাবকের মোবাইল নং,অভিভাবকের বাৎসরিক আয়, আপনার স্থায়ী ও বর্তমান ঠিকানা। কেউ যদি মাইগ্রেশন করতে চান,ফরম পূরণের সময় “Do you want to change your assigned subject based on your given preference list? YES or NO ” এই রকম এইটি অপশন পাবেন। এখানে সধারণত “NO” তে টিক দেওয়া থাকে। আপনাকে মাইগ্রেশন করার জন্য “YES” এ টিক দিতে হবে।
এগুলো তথ্য ঠিকঠাক ভাবে অনলাইনে পূরন করে সাবমিট করে ভর্তি ফরম A-4 সাইজের অফসেট পেপারে প্রিন্ট করতে হবে। উক্ত প্রিন্টে ২টা কপি থাকবে। ১। স্টুডেন্ট কপি। ২। কলেজ কপি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি ২য় মেধা তালিকা ২০২৩ NU Degree 2nd Merit List 2023
ডিগ্রী ভর্তির ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন, ২য় মেধা তালিকার ফলাফল SMS (nu<space>atdg<space>roll no. টাইপ করে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।
ডিগ্রি ১ম বর্ষে ভর্তি কার্যক্রমে ১ম ও ২য় মেধা তালিকায় যাদের স্থান হয়নি/ You are not in the Merit List লিখা আসছে, তারা রিলিজ স্লিপে নতুন করে ৫টি কলেজে আবেদন করতে পারবেন। 👉 ফেব্রুয়ারীর ২য় সপ্তাহে রিলিজ স্লিপের আবেদন শুরু হবে।
যে সকল শিক্ষার্থীর মাইগ্রেশানে কোর্স পরিবর্তন হয়েছে, তাদেরকে অবশ্যই পরিবর্তিত কোর্সটির ভর্তির ফর্ম স্ব স্ব কলেজ নোটিশ অনুসরণ করে জমা দিতে হবে। অন্যথায়, তাদের ভর্তি বাতিল বলে গন্য হবে।
২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত এবং মাইগ্রেশানে কোর্স পরিবর্তনকৃত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে ১২/০১/২০২২ থেকে ২০/০১/২০২২ তারিখের মধ্যে। কয়েকদিনের মধ্যে কলেজ নোটিশ দিয়ে ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি করাবে।
[…] ফলাফল চেক করবেনঃ উক্ত ওয়েবসাইট(http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Degree%20Pass)-এ আপনার আবেদনের Admission Roll No. ও PIN(আবেদন […]