আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ১৫ মার্চ (মঙ্গলবার) থেকে বিতরণ শুরু এবং আগামী ৩১ মার্চ পর্যন্ত আলিম পরীক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ড বিতরণ চলবে। মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।
ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর জেলার মাদরাসাগুলোর আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বোর্ড থেকে বিতরণ করা হবে। আর অন্যান্য জেলার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বোর্ডের আঞ্চলিক কার্যালয় থেকে বিতরণ করা হবে।
জানা গেছে, মাদরাসার গভর্নিং বডির প্রধানের মাধ্যমে প্রতিষ্ঠান প্র্রধানরা অথবা প্রতিষ্ঠানের বৈধ প্রতিনিধিরা আবেদন পত্র জমা দিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের আঞ্চলিক অফিস ও মাদরাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবেন।
তবে যেসব মাদরাসায় প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতি পদ নিয়ে জটিলতা রয়েছে তাদের জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্ব স্ব মাদরাসার প্রধান অথবা প্রতিষ্ঠানের বৈধ প্রতিনিধি নির্ধারণ করতে বলেছে মাদরাসা শিক্ষা বোর্ড।
এছাড়া রেজিস্ট্রেশন কার্ডে কোন ভুল পরিলক্ষিত হলে তা সংশোধনে, অনতিবিলম্বে যথাযথ কাগজপত্রসহ মাদরাসা শিক্ষা বোর্ডে আবেদন করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের। Distribution of registration cards to Alim examinees