ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ফল

আগামী সোমবারের (২২ নভেম্বর) মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ফল Dhaka University (DU) Business Education Faculty ‘C’ Unit Admission Test Results for 2020-21 Academic Year প্রকাশ করা হবে। ফল তৈরি কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

‘গ’ ইউনিটের ফল প্রস্তুত সংক্রান্ত কমিটির সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, এমসিকিউ ও লিখিত অংশের খাতা দেখা হয়েছে। এখন নম্বর ‘রিচেক’র কাজ চলছে। আগামী শুক্রবার ও শনিবার ছুটির দিন হওয়ায় রোববার (২১ নভেম্বর) অথবা সোমবার (২২ নভেম্বর) ফল প্রকাশ করা হবে।

এ প্রসেঙ্গে জানতে চাইলে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বলেন, ‘ফল তৈরির কাজ শেষ হয়েছে। এখন আমরা নম্বরগুলো চেক করছি। এটি শেষ হলে ফল জমা দেয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে উপাচার্য মহোদয় ফল ঘোষণা করবেন।’

শিক্ষার সব খবর সবার আগে জানতে LikhonBD.com এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

কবে নাগাদ ফল প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন আরও বলেন, কোনো সমস্যা না হলে আগামী সোমবারের (২২ নভেম্বর) মধ্যে ফল প্রকাশ করা হবে।

এর আগে গত ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৷ ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে গ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে এবার ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন পরীক্ষা দিয়েছেন৷ সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়ছেন ২২ জন৷

‘গ’ ইউনিটে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হয়েছে৷ সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী ও লিখিত) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকছে৷

মূল পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত অংশ ছিল৷ উভয় অংশের উত্তর করার জন্য ৪৫ মিনিট করে সময় পেয়েছেন শিক্ষার্থীরা।

Comments 1