অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আপডেট করার নিয়ম জেনে নিন।

অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আপডেট করার নিয়ম জেনে নিন Find out the rules for updating Android mobile phones। অ্যান্ড্রয়েড আপডেট হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট। সাধারণ অ্যাপ আপডেটে যেমন কোনো অ্যাপে নতুন ফিচার যুক্ত হয় ও সমস্যা থাকলে তা ঠিক হয়, তেমনি অ্যান্ড্রয়েড আপডেটের মাধ্যমে ফোনের সিস্টেম ফাইলসমূহ আপডেট হয় ও কোনো সমস্যা থাকলে তা ঠিক হয়। এ ছাড়াও আপডেট এর মাধ্যমে ফোনে নতুন ফিচার যুক্ত হয়।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে অ্যান্ড্রয়েড ফোন আপডেট করবেন-

শিক্ষার সব খবর সবার আগে জানতে LikhonBD.com এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

স্টক অ্যান্ড্রয়েড চালিত ফোনসমূহ আপডেট করতে-
ফোনের Setting অ্যাপে প্রবেশ করুন।
System অপশনে ন্যাভিগেট করুন।
এরপর System update এ ট্যাপ করুন।
Check for update এ ট্যাপ করুন।
আপনার ফোনের জন্য কোনো আপডেট থাকলে তা প্রদর্শিত হবে। Download বাটনে ট্যাপ করে আপডেট ডাউনলোড করুন। > পিক্সেল ফোনসমূহে আপডেট ডাউনোড হওয়ার পর ফোন রিস্টার্ট করলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট ইন্সটল হয়ে যাবে। এছাড়াও ডাউনলোড শেষে Install Update এ ট্যাপ করুন।

 

পিক্সেল ডিভাইসে গুগল প্লে সিস্টেম আপডেট ডাউনলোড ও ইন্সটল করবেন যেভাবে-
ফোনের সেটিংসে প্রবেশ করুন।
Security তে প্রবেশ করুন।
Google play system update এ ট্যাপ করুন।
আপডেট এসে থাকলে Update বাটনে ট্যাপ করে আপডেট করুন।