কানাডায় উচ্চশিক্ষা: স্কলারশিপ নিয়ে কানাডার ক্যালগারি ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ higher study in canada। আন্তর্জাতিক শিক্ষার্থীদের চার বছর মেয়াদী স্নাতক কোর্সে অধ্যায়নের জন্য স্কলারশিপ দিচ্ছে কানাডার ক্যালগারি ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল এন্ট্রান্স স্কলারশিপ’র আওতায় এই বৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদেনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর ২০২২।
সুযোগ-সুবিধা
স্নাতক প্রোগ্রামে ৪ বছরেরও বেশি সময় ধরে মোট $60,000 কানাডিয়ান ডলার প্রদান করা হবে । অর্থাৎ স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের বাৎসরিক $15,000 কানাডিয়ান ডলার প্রদান করা হবে। তবে পরবর্তী ২য়, ৩য় এবং ৪র্থ বছরে জন্য শিক্ষার্থীকে শর্ত অনুযায়ী ন্যূনতম ২.৬০ বা তার বেশি জিপিএ অর্জন করার মাধ্যমে স্কলারশিপটি চালু রাখতে হবে।
যোগ্যতা
আবেদনকারীদের অবশ্যই আন্তর্জাতিক ছাত্র হতে হবে।
নতুন ছাত্র হতে হবে।
স্কলারশিপের জন্য শিক্ষার্থীকে অবশ্যই ন্যূনতম জিপিএ ৩.২০ উপস্থাপন করতে হবে।
ইংরেজি ভাষার দক্ষতার সনদপত্র থাকতে হবে ।
অনলাইন আবেদন প্রক্রিয়া
আপনি ক্যালগারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করার সাথে সাথে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে https://www.ucalgary.ca/registrar/finances/awards/apply এখানে ক্লিক করুন। স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য https://www.ucalgary.ca/registrar/awards/university-calgary-international-entrance-scholarship এখানে ক্লিক করুন।