যুক্তরাজ্যে উচ্চশিক্ষা: স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ Higher Study in UK। আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে ‘গেটস ক্যামব্রিজ স্কলারশিপ’ প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। আবেদনের শেষ তারিখ ১২ অক্টোবর ২০২২।
বৃত্তির সুযোগ-সুবিধা:
ক্যামব্রিজে পড়াশোনার সম্পূর্ণ খরচ। সাথে অতিরিক্ত ভাতাও পাবেন শিক্ষার্থীরা।
পুরো বছরের জন্য রক্ষণাবেক্ষণ ভাতা হিসেবে ১৮ হাজার ৩৮৪ পাউন্ড (প্রায় ২২ লাখ টাকা)।
বিমানে যাতায়াতের খরচ।
ভিসার ও ইমিগ্রেশন স্বাস্থ্য পরীক্ষার খরচ।
বিভিন্ন কনফারেন্স এবং কোর্সে যোগ দিতে কোর্সের দৈর্ঘ্যের উপর নির্ভর করে ৫০০ থেকে ২ হাজর পাউন্ড পর্যন্ত প্রদান।
পারিবারিক ভাতা বাবদ প্রথম সন্তানের জন্য ১০,১২০ পাউন্ড এবং দ্বিতীয় সন্তানের জন্য ৪,৩২০ পাউন্ড প্রদান।
পিএইচডি এর অংশ হিসাবে ফিল্ড ওয়ার্কের সময় স্বাভাবিক রক্ষণাবেক্ষণ খরচ।
মাতৃত্ব/পিতৃত্ব তহবিল।
অপ্রত্যাশিত সমস্যাজনিত তহবিল।
যোগ্যতাসমূহঃ– যুক্তরাজ্যের বাইরে যেকোন আন্তর্জাতিক শিক্ষার্থী।
অসামান্য মেধা ক্ষমতা।
প্রোগ্রামটি পছন্দ করার কারণ ব্যাখ্যা করা।
নেতৃত্বের সম্ভাবনা।
UK যেভাবে আবেদন করবেন:
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনেই সম্পন্ন হবে। আবেদনে করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.gatescambridge.org/