জাতীয় বিশ্ববিদ্যালয় এর অনার্স ৪র্থ বর্ষের Viva Voce / মৌখিক পরীক্ষার প্রস্ততি : উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মৌখিক পরীক্ষা বা, ভাইভা। অন্যান্য সকল পরীক্ষার চেয়ে এই পরীক্ষাকে শিক্ষার্থীরা অনেক বেশি ভয় পায়। এর প্রধান কারণ হতে পারে, মৌখিক পরীক্ষার প্রশ্ন অনিশ্চিত এবং যেকোনো কিছুই ঘটতে পারে। তবে, শিক্ষার্থীদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো জানা থাকলে ভয়টা অনেকাংশে কমানো যায়।
ভাইভার ড্রেসআপ ও সাজসজ্জা
মেয়েদের জন্য-
১. বোরখা পরতে পারেন। তবে, বোরখাটি অবশ্যই মার্জিত হবে।
২. থ্রিপিস পরলে চেষ্টা করবেন একরঙা পরতে।
৩. শাড়ি পরতে পারেন। তবে, লাল শাড়ি এড়িয়ে যাবেন।
৪. চুলে বাড়তি কোনো স্টাইল করবেন না, ন্যাচারাল রাখবেন।
৫. হাত ও পায়ের নখ কেটে যাবেন। নেইলপালিশ লাগাবেন না।
৬. ভারী মেকাপ ও গহনা পরিধান করবেন না।
ছেলেদের জন্য-
১. হালকা রঙের ফর্মাল শার্ট (একরঙা/চেক) পরবেন।
২. ফর্মাল প্যান্ট পরে জামা ইন করবেন। এক্ষেত্রে সাদা, কালো অথবা হালকা রঙের গাবার্ডিন প্যান্টও ব্যবহার করতে পারবেন।
৩. ব্লেজার থাকলে পরবেন, না থাকলে প্রয়োজন নেই। টাই পরবেন না।
৪. ফর্মাল সু পরবেন। অক্সফোর্ড সু সবচেয়ে ভালো হয়।
৫. চুল কেটে যাবেন তবে, বাড়তি স্টাইল করবেন না।
ভাইভা বোর্ড ও প্রশ্নের ধরণ
অধিকাংশ ভাইভা বোর্ড ৩ সদস্যের হয়। ২ জন এক্সটার্নাল পরীক্ষক (অন্য কলেজের শিক্ষক) এবং ১ জন ইন্টারনাল পরীক্ষক (নিজ কলেজের শিক্ষক) নিয়ে ভাইভা বোর্ড গঠিত হয়।
অনেকের ধারণা, শুধুমাত্র ৪র্থ বর্ষ থেকেই প্রশ্ন করবে। ধারণাটি একদম ভুল। আপনাকে প্রথমে খুবই মৌলিক প্রশ্ন জিজ্ঞেস করা হবে। যখন উত্তর করতে পারবেন না, তখন ৪র্থ বর্ষ থেকে প্রশ্ন করতে পারে।
এক্ষেত্রে আপনি ১ম-৪র্থ বর্ষের সবগুলো বইয়ের কুইজ ( ক বিভাগ প্রশ্ন) পড়ে যেতে পারেন। তবে, মৌলিক বিষয়গুলো অবশ্যই শিখে যাবেন।
করণীয় ও বর্জনীয়
১. পরীক্ষকের সাথে কোনোরূপ বেয়াদবি করা যাবেনা।
২. শুদ্ধ করে সালাম (আসসালামু আলাইকুম) দিয়ে কক্ষে প্রবেশ করার অনুমতি চেয়ে নিতে হবে।
৩. পরীক্ষক না বলা পর্যন্ত বসবেন না। কিন্তু বসার পরে ‘ধন্যবাদ’ দিতে ভুলবেন না।
৪. হাতদুটো টেবিলের উপরে রাখবেন না। তবে হাঁটুর উপরে রাখতে পারেন।
৫. পায়ের উপর পা তুলে বসবেন না। দুই পা সমান্তরালে রেখে সোজা হয়ে বসবেন।
৬. ভয়ে একেবারে বিমর্ষ হবেন না, আবার ওভার কনফিডেন্সও দেখাবেন না।
৭. প্রশ্নের উত্তর না জানা থাকলে বলবেন, ❝দুঃখিত স্যার, এইমুহূর্তে ঠিক মনে পরছেনা।❞
৮. নিজেকে বিনয়ী, শান্ত (Cool) ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হিসেবে উপস্থাপন করবেন।
মনে রাখবেন, ভাইভা বোর্ড আপনার মেধা যাচাই করেনা। যাচাই করে আসলে আপনি পরিস্থিতিকে কীভাবে সামলাতে পারছেন এবং কতখানি ঠান্ডা থাকতে পারছেন এটা দেখে।
সুতরাং, আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। ভয় পেলে চলবেনা। সবার সাথে কথা বলার ও মিশতে পারার গুণটা অর্জন করুন। জীবনের কোন পর্যায়ে কোনটা কাজে লাগে তা কে জানে?