ফেসবুকে লাইক অপশন গোপন রাখবেন যেভাবে How to keep like options secret on Facebook ফেসবুক পোস্টে লাইক এবং অন্যান্য রিঅ্যাকশনের পরিমাণ ব্যবহারকারীদের মধ্যে মানসিক চাপ তৈরি করতে পারে। বিশেষ করে ইনস্টাগ্রামের তরুণ ব্যবহারকারীদের জন্য এ কথা সত্য বলে প্রতিষ্ঠানটির নিজস্ব গবেষণাতেই উঠে আসে। এর সমাধান হিসেবে ফেসবুক পোস্টে রিঅ্যাকশনের পরিমাণ গোপন রাখার সুবিধা চালু করা হয়। চলুন আমরা সে প্রক্রিয়াটিই দেখি।
কম্পিউটার থেকে যেভাবে করবেন
-ফেসবুকে লগইন করুন।
-ওপরের ডান কোনায় থাকা ‘Down Arrow’ আইকনে ক্লিক করুন।
-এরপর ‘Settings & Privacy’ থেকে ‘News Feed Preferences’ নির্বাচন করলে পাবেন
-‘Reaction Preferences’। মুঠোফোন অ্যাপের মতোই এখানে ‘On Your Posts’ এবং ‘অন
-Post From Others’ টগল বোতাম আছে। প্রয়োজন অনুযায়ী একটি কিংবা দুটি অপশন সচল করে দিন।

স্মার্টফোন Facebook অ্যাপ থেকে যেভাবে করবেন
সুবিধাটি স্মার্টফোন অ্যাপ বা ওয়েবসাইট থেকে সচল করা যায়। শুরুতে চলুন দেখি, অ্যাপ থেকে কীভাবে তা করতে হয়।
-ফেসবুক অ্যাপের মেনু বোতামে ট্যাপ করুন। অ্যান্ড্রয়েডে ওপরের ডান দিকে, আর আইফোনে নিচের দিকে আড়াআড়ি তিনটি দাগওয়ালা আইকন পাবেন।
-স্ক্রল করে নিচের দিকে গেলে ‘Settings & Privacy’ অপশন দেখাবে।
এরপর ‘সেটিংস’ নির্বাচন করুন।
-স্ক্রল করে নিচে এলে ‘নিউজ ফিড সেটিংস’ অংশ পাবেন। এরপর ‘Reaction Preferences’ নির্বাচন করুন। কোনো কোনো ক্ষেত্রে নিউজ ফিড সেটিংসের বদলে ‘preference’ অংশেও দেখাতে পারে।
এখানে আপনি আপনার পোস্টে (অন ইওর পোস্টস) রিঅ্যাকশনের পরিমাণ অন্যদের কাছ থেকে গোপন রাখতে পারবেন। আবার যদি অন্যদের পোস্টে (On Posts from Others) রিঅ্যাকশনের পরিমাণ দেখতে না চান, সেটাও করতে পারবেন। কেবল পাশে থাকা টগল বোতাম সচল করে দিলেই হবে।
মনে রাখা ভালো
-আপনি যদি আপনার নিজের পোস্টের রিঅ্যাকশনের পরিমাণ অন্যদের না দেখাতে চান, তবে সেটি কেবল আপনার প্রোফাইল এবং নিউজফিডে কার্যকর হবে।
-গ্রুপ, মার্কেটপ্লেস, ইভেন্টস, পেজ এবং স্টোরিজ অংশ থেকে কোনো পোস্ট করলে অন্য ব্যবহারকারীরা পোস্টের রিঅ্যাকশনের পরিমাণ দেখতে পারবে।
-অপশনটি সচল করলে তা একসঙ্গে সব পোস্টের রিঅ্যাকশন গোপন করবে। কোনো সুনির্দিষ্ট পোস্টের রিঅ্যাকশন আলাদা করে বন্ধ বা সচল করার অপশন নেই।
-আর নিজের কাছে গোপন বলে কিছু নেই। আপনার পোস্টের রিঅ্যাকশনের পরিমাণ আপনি সব সময়ই দেখতে পারবেন। কে সে রিঅ্যাকশন জানাল, তা-ও দেখতে পারবেন। অর্থাৎ অপশনটি সচল করার পর আপনি কোনো পার্থক্য টের পাবেন না, কেবল অন্যরা তা দেখতে পাবে না।