কীভাবে জি-মেইলে ভিডিও কল করবেন

ভিডিও কল কিংবা মিটিংয়ের জনপ্রিয়তা বিবেচনা করে বিশেষ এই ফিচার নিয়ে এসছিল জিমেইল। ভয়েস কল করার ক্ষেত্রে গুগল মিট আর ব্যবহার করতে হবে না। এই ফিচারে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট বেছে নিয়ে তা ডায়াল করলেই তার ফোনে রিং হবে। যে কোনো স্মার্টফোন থেকে এই কলের উত্তর দেওয়া যাবে।

কীভাবে জি-মেইলে ভিডিও কল করবেন
<> এজন্য প্রথমে আপনার জি-মেইল অ্যাকাউন্ট খুলুন।
<> মিট সেকশন থেকে নিউ মিটিং-এ ক্লিক করুন।
<> লিঙ্ক বা ইমেলের মাধ্যমে মিটিং আমন্ত্রণ পাঠাতে, সেন্ড ইনভাইটে ক্লিক করুন।
<> মিটিংয়ে যোগ দিতে জয়েন নাও-এ ক্লিক করুন।
<> মিটিং থেকে বের হতে লিভ নাও-তে ক্লিক করুন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে LikhonBD.com এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

কীভাবে অন্য কারো আমন্ত্রণে ভিডিও কলে জয়েন করবেন-
<> প্রথমে আপনার জি-মেইল অ্যাকাউন্ট খুলুন।
<> নিচের বাম দিকে থাকা আসন্ন ভিডিও কলের লিঙ্কে ক্লিক করুন।
<> মিটিংয়ে যোগ দিতে জয়েন নাও-এ ক্লিক করুন।
<> মিটিং থেকে বের হতে লিভ নাও-তে ক্লিক করুন।

সূত্র: গুগল ডটকম