আপনি গুগল সাজেশন ফিচার বন্ধ করে রাখতে পারেন। গুগল ক্রোম ব্রাউজারে এই কাজটি খুব সহজেই করা যায়।
কিছু একটা সার্চ দেওয়ার জন্য লিখতে শুরু করেছেন তখন সেই রিলেটেট কিংবা কাছাকাছি অনেক কিছুই সাজেস্ট করে এই ব্রাউজার।
আপনি হয়তো যা খুঁজছেন তা সহজেই পেয়ে গেলেন সাজেশনে। এতে কখনো কখনো সুবিধা হলেও, বেশিরভাগ ক্ষেত্রেই এটি অসুবিধার কারণ হতে পারে।
চলুন জেনে নেওয়া যাক নিই কিভাবে গুগল ক্রোমের সার্চ সাজেশন বন্ধ করবেন। How to Turn Off Google Chrome’s Search Suggestions
শিক্ষার সব খবর সবার আগে জানতে LikhonBD.com এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel
প্রথমে আপনার ডেস্কটপের ক্রোম ব্রাউজারের ওপরের ডানদিকে থ্রি ডট ”’ অপশনে ক্লিক করুন।
ড্রপডাউন থেকে ‘সেটিংস’ বিকল্প বেছে নিন।
এরপর ‘সিঙ্ক অ্যান্ড গুগল সার্ভিস’ অপশন নির্বাচন করুন।
স্ক্রিনের নিচের দিকে স্ক্রল করুন এবং ‘অটোকমপ্লিট সার্চেস অ্যান্ড ইউআরএলস’ অপশনের টগলটি বন্ধ করে দিন।