এইচএসসি বিএম ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০২৩ Results of HSC BM and Vocational Examination 2022 আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলতি বছরের এইচএসসি বিএম ও ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৪৮ হাজার ৫০৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৮২৭ জন ও ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন। ৬৫৯টি কেন্দ্রে ১ হাজার ৮৩৩ টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ডেরে অধীনে এইচএসসি বিএম ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবেন।
HSC BM Vocational Exam Result বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মন্ত্রী জানান, এইচএসসি, আলিম ও এইচএসসি ভোকেশনাল ও বিএম পরীক্ষায় সারাদেশের ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এদের মধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন ও ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন। ২ হাজার ৬২১ টি কেন্দ্রে ৯ হাজার ১৮৩টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
মন্ত্রী জানান, এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। ৪ হাজার ৬৫৮টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ১ হাজার ৫১৫টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। এদের মধ্যে ছাত্র ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন ও ছাত্রী ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন।
মন্ত্রী আরও জানান, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য আলিম পরীক্ষায় ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এ পরীক্ষায় ৬১ হাজার ৭৩৮ জন ছাত্র ও ৫১ হাজার ৪০৬ জন ছাত্রী অংশ নিচ্ছেন। ৪৪৭টি কেন্দ্রে ২ হাজার ৬৯২টি মাদরাসার এসব পরীক্ষার্থী আলিম পরীক্ষা দেবেন।
এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে আয়োজনের লক্ষ্যে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রী বলেছেন, সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।
You must log in to post a comment.