জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (নিয়মিত) ভর্তি ফলাফল ২০২২ National University Masters (Regular) Admission 1st List Results 2022 মাস্টার্স (নিয়মিত)২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তির মেধা তালিকা প্রকাশ এবং তা আগামী ২৯-০৮-২০২২ ইং হতে শুরু হয়ে আগামী ১১-০৯-২০২২ ইং পর্যন্ত চলবে । মাস্টার্স ভর্তি রেজাল্ট ও প্রয়োজনীয় কাগজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তির ১ম তালিকার ফলাফল ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ প্রকাশ করা হবে।
উল্লেখিত দিন বিকাল ৪টার পর থেকে প্রথমে এস.এম.এস এর মাধ্যেম এবং রাত ৯টার পর থেকে অনলাইনে NU Masters Admission Merit List Result ফলাফল প্রকাশ করা হবে।
চলুন জেনে নেওয়া যাক Masters Admission ফলাফল জানবেন কিভাবেঃ
মোবাইলে NU Masters Admission ফলাফল দেখার নিয়মঃ
NU<space>ATMP<space>Roll No লিখে 16222 নম্বরে পাঠিয়ে ফলাফল জানা যাবে।
এখানে, NU= National University
ATMP= Admission Test Masters Preliminary
Admission Roll No= অনলাইনে ভর্তির আবেদন ফরমে প্রাপ্ত রোল নম্বর বোঝানো হয়েছে।
অনলাইনে ফলাফল দেখার নিয়মঃ
http://app39.nu.edu.bd/nu-web/msapplicant/applicantLogin.action?degreeName=Postgraduate.
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (নিয়মিত) ভর্তি ১ম তালিকার ফলাফল ২০২১
২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্স(নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমের বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
অনলাইনে যেভাবে ফলাফল চেক করবেনঃ
উক্ত ওয়েবসাইট(http://app39.nu.edu.bd/nu-web/msapplicant/applicantLogin.action?degreeName=Postgraduate)-এ আপনার আবেদনের Admission Roll No. ও PIN(আবেদন ফর্মে পাবেন) দিয়ে লগইন করলে ফলাফল প্রদর্শিত হবে।
উক্ত ফলাফল জানতে SMS করবেনঃ
(nu<space>atmf<space>roll no টাইপ করে Send করতে হবে 16222 নম্বরে।)
***ভর্তি সংক্রান্ত বিস্তারিত স্ব স্ব কলেজ নোটিশ দিয়ে জানাবে। কলেজ নোটিশ অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে***
১ম মেধাতালিকায় সুযোগ প্রাপ্তদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য
১ম মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণের সময়সীমাঃ ১২-০৭-২০১৮ থেকে ১৮-০৭-২০১৮
১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ২৯-১১-২০২১ থেকে ০৮-১২-২০২১
সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ৩০-১১-২০২১ থেকে ১১-১২-২০২১
ক্লাশ শুরুর তারিখঃ ১২ ডিসেম্বর ২০২১।
ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ
অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজে কালার প্রিন্ট করতে হবে)।
প্রাথমিক আবেদনের প্রবেশপত্র -২সেট।
পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
স্নাতক (পাস) এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
স্নাতক (পাস) পরীক্ষার নম্বরপত্র।
স্নাতক (পাস) পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
টাকা জমার রশিদ।
চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।
উল্লেখ্য, সকল কাগজপত্র ২ কপি করে ২ সেট বানাতে হবে যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে।
[…] (ভারপ্রাপ্ত) আতাউর রহমান জানান, মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইনে প্রাথমিক আবেদন ৩ […]
[…] ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের […]
[…] জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন শনিবার (০৪ ডিসেম্বর) রাত ১২টায় শেষ হচ্ছে। তবে সকাল থেকে ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়বসাইটের কারিগরি জটিলতার কারণে আবেদন করতে পারছেন না। […]
[…] রোববার বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল https://www.jnu.ac.bd/ ওয়েবসাইটে এক […]
[…] জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব(২০১৮-২০১৯ সেশন)পরীক্ষার ফরম পূরন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০১৯ সালের এমএ/ এমএসএস/ এমবিএ /এমএসসি/এম মিউজ শেষ পর্ব (আইসিটি সহ) পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তিঃ সময়সীমাঃ ২৬/১২/২০২১ইং হতে ২৫/০১/২০২২ইং (শিক্ষার্থী কর্তৃক) […]
[…] ভর্তির রেজাল্ট মেধা তালিকা ২০২২ NU Masters Admission Result Merit List 2022 ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকাল ৪টায় […]