মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদন ২০২১

২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্বদ্যালয় এ’র মাস্টার্স (প্রফেশনাল)১ম পর্বের নিয়মিত কোর্সে ভর্তির রিলিজ স্লিপের আবেদন ২১ ডিসেম্বর থেকে শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) (নিয়মিত) কোর্সের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদন ২১ ডিসেম্বর ২০২১ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ০২ জানুয়ারি ২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
যে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।

ক) মেধা তালিকায় স্থান পায়নি
খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি
গ) ভর্তি বাতিল করেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions
অথবা admissions.nu.edu.bd) থেকে আবেদন করা যাবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে LikhonBD.com এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদন ২০২১

রিলিজ স্লিপে চান্সপ্রাপ্ত ও চান্স না পাওয়া শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর।
রিলিজ স্লিপ:
রিলিজ স্লিপে আপনি যে সাবজেক্ট এ চান্স পাবেন সে সাবজেক্ট নিয়েই পড়তে হবে পরিবর্তন করা যাবে না।

যারা প্রথম রিলিজ চান্স পেয়েও যারা ভর্তি হবে না তারা ২য় রিলিজে আবেদন করতে পারবে কিন্তু ভর্তি হওয়ায় ভালো না হলে পরে পস্তাতে হবে। কোন সাবজেক্ট এ কেমন ক্যারিয়ার এটা না ভেবে এডমিট হয়ে যান সব সাবজেক্টস এর আলাদা মান রয়েছে সবগুলাই ভালো।

কলেজ পছন্দ না হইলে কিছু করার নাই আপনি কলেজ এবছর আর পরিবর্তন করতে পারবেন না অথবা এক জেলার ভিতর কলেজ পরিবর্তন করা যাবে না। Online application at Masters (Professional) Admission Release Slip। Emergency notification regarding online application in release slip in admission programme of Masters (Professional) Programme in the academic year 2021-2022. The application for release slip of admission to the 1st phase of Masters (Professional) 1st phase of National University A will begin from December 21.