জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ National University Degree Admission Notice 2022 নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ডিগ্রিতে ১ম বর্ষে আবেদন শুরু হয়েছে নভেম্বরের ১৮ তারিখ থেকে যা চলবে ১১ অক্টোবর ২০২২ইং তারিখ রাত ১১.৫৯ মিনিট পযর্ন্ত চলবে। ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সে ভতি হতে চাইলে শিক্ষার্থীকে অবশ্যই প্রাথমিক আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন ছাড়া কেউ সরাসরি কলেজে গিয়ে ভর্তি হতে পারবেন না।
NU Degree আবেদন করতে কত পয়েন্ট লাগবে?
SSC 2.00 & HSC 2.00 থাকতে হবে।
কত সালের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে ?
SSC ২০১৭ / ২০১৮ / ২০১৯ HSC ২০২০ / ২০২১ / ২০২২ সালে পাশ থাকতে হবে।
আবেদন করার পর আবেদন ফরম টি প্রিন্ট করে যে কলেজে আবেদন করবেন সেই কলেজের নোটিশ দেখে ২৫০ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করে আবেদন ফরম টা কলেজে জমা দিতে হতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ NU Degree Admission Notice
সিলেবাস অনুযায়ী ডিগ্রী বিষয় বা কোর্স সমূহঃ
ডিগ্রীর ৪টি অনুষদ/গ্রুপঃ
১) BA ২) BSc ৩) BBS ৩) BSS
*** BA- Bachelor of Arts
*** BSc- Bachelor of Science
*** BBS- Bachelor of Business Study
*** BSS- Bachelor of Social Science
সকল গ্রুপের বাধ্যতামূলক ৩টি আবশ্যিক বিষয় সমূহঃ-
১ম বর্ষে= স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
২য় বর্ষে = বাংলা জাতীয় ভাষা
৩য় বর্ষে = ইংরেজি
ডিগ্রিতে প্রত্যক বর্ষে মোট বিষয় সাতটা। নৈর্বাচনিক ৩টা বিষয়ের ৬টা পত্র সাথে বাধ্যতামূলক সাবজেক্ট ১টা। মোট সাতটা বিষয়-
** BA গ্রুপের নৈর্বাচনিক বিষয়সমূহঃ
নিচের ক/খ/গ যে কোনো ৩টি গুচ্ছ থেকে ১টি করে মোট ৩টি বিষয় নির্বাচন করতে হবে..
ক) গুচ্ছ:- ইতিহাস ইসলামের ইতিঃ ও সংস্কৃতি
খ) গুচ্ছ:- দর্শন
গ) গুচ্ছ:- অর্থনীতি/রাষ্ট্রবিঃ/সমাজকর্ম
.
BSS গ্রুপ/কোর্সের এর বিষয় সমূহঃ
বাধ্যতামূলক ৩টি আবশ্যিক বিষয়ের সাথে
–BSS গ্রুপের নৈর্বাচনিক বিষয়সমূহঃ
নিচের ক গুচ্ছ থেকে যে কোন ২টি
এবং খ গুচ্ছ থেকে যে কোন ১টি করে
মোট ৩টি বিষয় নির্বাচন করতে হবে।
ক- গুচ্ছ: রাষ্টবিজ্ঞান বা অর্থনীতি (যে কোনো ১টি এবং সমাজকর্ম
খ- গুচ্ছ:- ইসলামের ইতিঃ ও সংস্কৃতি/দর্শন/অর্থনীতি
BSc গ্রুপের এর বিষয় সমূহঃ
বাধ্যতামূলক ৩টি আবশ্যিক বিষয়ের সাথে-
নির্বাচনিক বিষয়সমূহঃ
ক-গুচ্ছ: থেকে ২টি এবং খ-গুচ্ছ: থেকে ১টি
অথবা গ-গুচ্ছ: থেকে ২টি এবং ঘ-গুচ্ছ: থেকে ১টি করে মোট ৩টি বিষয় নির্বাচন করতে হবে।
বিঃদ্রঃ ক থেকে ২টি ও গ বা ঘ থেকে নেয়া যাবে না
বা গ থেকে ২টি ৩ ক বা খ থেকে ১টি নেয়ে যাবে না। নিলে ক ও খ বা গ বা ঘ থেকে নিতে হবে।
(নির্বাচিত বিষয়সমূহ উচ্ছ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাঠিত হিসাবে থাকতে হবে।
BBS গ্রুপের এর বিষয় সমূহঃ
বাধ্যতামূলক ৩টি আবশ্যিক বিষয়ের সাথে
নৈর্বাচনিক বিষয়সমূহঃ
ক গুচ্ছ থেকে ২টি এবং খ গুচ্ছ থেকে ১ করে
মোট ৩টি বিষয় নির্বাচন করতে হবে।
ক-গুচ্ছ:- হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা
খ-গুচ্ছ:- মার্কেটিং/ অর্থনীতি/ফিন্যান্স
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০২০ অথবা ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে সে সকল শিক্ষার্থী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) কোর্সে ভর্তি হতে পারবে না। তবে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) কোর্সে ভর্তি হতে পারবে।
একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন শিক্ষার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল অথবা স্নাতক(পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
[…] শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি Notification of admission in the University of Engineering and Technology for the academic year […]