জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার ফলাফল 2022 প্রকাশ করা হয়েছে NU Masters Result 2022। National University Masters Exam Results 2022 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৬৭.৮৪ শতাংশ।
রবিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রবিবার এই ফলাফল প্রকাশি করা হয়। এ পরীক্ষায় মোট ১৭০টি কলেজের ১ লাখ ৩০ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থী ২৯টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে।
মাস্টার্স পরীক্ষার ফল জানবেন যেভাবে আজ রবিবার ২ অক্টোবর ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় মোট ১৭০ টি কলেজের ১ লাখ ৩০ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থী ২৯ টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে ৮৮ হাজার ৪২৯জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৭.৮৪ শতাংশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd সন্ধ্যা ৭টা থেকে এই ফলাফল পাওয়া যাবে।
২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার ফলাফল 2022 National University Masters Exam Result
যেভাবে Masters ফলাফল চেক করবেনঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সংক্রান্ত ওয়েবসাইট(http://www.nu.ac.bd/results/)-এ প্রবেশ করে “Masters Final” অপশনে ক্লিক করুন।
আপনার মাস্টার্স কোর্সের রেজিষ্ট্রেশন নং দিন।
Exam Year “2019” সিলেক্ট করে Search Result বাটনে ক্লিক করলে আপনার ফলাফল প্রদর্শিত হবে।
NU Masters ফলাফল দেখের ওয়েবসাইট লিংকঃ http://www.nu.ac.bd/results/
NU Masters Final Year Result By Mobile SMS?
NU <Space> MF <Space> Roll Number and Send it 16222.
An Example Here: NU MF 123456 send it on 16222
উল্লেখ্য,এ পরীক্ষায় অংশগ্রহণ করবে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৬-২০১৭ ও ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।মাস্টার্স শেষ পর্বের লিখিত পরীক্ষা বিগত ২৯ সেপ্টেম্বর শেষ হয়। আর মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা বিগত ০৪ নভেম্বর তারিখ শেষ হয়েছে।
উল্লেখ্য, মাস্টার্স শেষ পর্বের লিখিত পরীক্ষা বিগত ২৯ নভেম্বর শেষ হয়। আর মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা বিগত ৪ নভেম্বর শেষ হয়। The results of the National University Masters Examination 2021 have been released. The results of the 2018 Masters Final Round Examination have been released under the National University of 2021 National University Masters Exam Results 2021. The pass rate is 67.84 per cent.
The release said the results were released today on Sunday. A total of 130,356 candidates from 170 colleges appeared for the examination in 29 subjects.
[…] মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার প্রকাশিত…-এর উত্তরপত্র পূণঃনিরীক্ষণের জন্য আগামী ১৫/১২/২০২১ তারিখ সকাল ১০.০০ টা থেকে ৩০/১২/২০২১ তারিখ পর্যন্ত Online-এ আবেদন করা যাবে এবং ৩০/১২/২০২১ তারিখ পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেয়া যাবে। […]
[…] জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির ১ম মেধা তালিকার রেজাল্ট 2021 ২৩ ডিসেম্বর বিকেল ৪ টায় প্রকাশিত হবে রেজাল্ট জানতে SMS করার নিয়ম নিম্নে দেয়া হলো। […]
[…] পর্যন্ত সরকারি নির্দেশনা মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা […]
[…] ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া […]