WhatsApp স্টিকার পাঠানোর সুবিধা এলো নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে স্টিকার পাঠানোর সুবিধা রয়েছে New feature of WhatsApp sticker sending facility। এটা মূলত ইমোজির একটা বড় সংস্করণ— যা ইমোজির চেয়ে ভিন্ন কিছু বার্তা বহন করে। এখন WhatsApp স্টিকার পাঠানোর সুবিধা এলো নতুন ফিচার এনেছে, যার মাধ্যমে ব্যবহারকারী তার নিজের মতো স্টিকার ইমপোর্ট করতে পারবেন।

সংবাদ মাধ্যম উবার গিজমো জানায়, স্টিকার বানানোর এই প্রক্রিয়াটি খুব সহজ নয়। এজন্য ব্যবহারকারীকে কয়েকটি ধাপ পার করতে হবে। আরেকটি বিষয় হলো— স্টিকারটি হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে বানানো যাবে। অর্থাৎ এটি কম্পিউটারে বসে বানাতে হবে। এজন্য স্টিকারের একটি আইডিয়া থাকলেই হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে LikhonBD.com এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

New feature of WhatsApp sticker sending facility

এর ওয়েব সংস্করণ এলেও WhatsApp ডেস্কটপ সংস্করণ এখনও আসেনি। সংবাদ মাধ্যমটি জানায় WhatsApp ডেস্কটপ সংস্করণও খুব শিগগিরই চলে আসবে।

Comments 3