নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: নিউজিল্যান্ড ভিসা আবেদন ২০২২ new zealand visa application। ইউরোপের অন্যান্য দেশের মতই অর্থনৈতিক দিক থেকে অন্যতম এক ধনী রাষ্ট্র নিউজিল্যান্ড । মানুষের গড় মাথাপিছু আয় $৩১,০৬৭ ডলার। নিউজিল্যান্ড বিশ্বের দ্বিতীয় নিরাপদ দেশ । এছাড়াও নিউজিল্যান্ডের পাসপোর্ট দিয়ে বিশ্বের ১১২টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়, যা বৈশ্বিক পাসপোর্ট সূচকে ৬ঠ স্থানে রয়েছে।
নিউজিল্যান্ডে পিএইচডি ও কাজের সুযোগ:-
নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা থাকলে সেখানে পিএইচডি শুরু করা সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আন্তর্জাতিক ছাত্রদের সেখানে স্থায়ী বসবাসের জন্য অনুপ্রাণিতও করছে দেশটি। পিএইচডি করার সময় সেখানে শিক্ষার্থীদের সীমাহীন ঘন্টার জন্য কাজ করার অনুমতি দেওয়া হয়।
নিউজিল্যান্ডে পার্টটাইম চাকরি:-
নিউজিল্যান্ডে স্নাতক এবং মাস্টার্স অধ্যায়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাপ্তাহিক গড়ে ২০ ঘন্টার মত কাজ করার অনুমতি দেওয়া হয়।
নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা শেষে কাজ ও স্থায়ী বসবাসের সুযোগ:-
নিউজিল্যান্ড সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের অধ্যয়ন শেষে শিক্ষার্থী ভিসাকে কাজের ভিসাতে পরিবর্তনের সুযোগ প্রদান করে থাকে। নিউজিল্যান্ডই একমাত্র দেশ যেখানে মাত্র দুই থেকে তিন বছর থাকার পর আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করার সুযোগ পায়।
নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার স্তর:-
নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার ধরণ অনেকটাই ইউরোপীয় ধাঁচের। এখানে নিচের স্তর ভেদে উচ্চশিক্ষায় পড়াশোনা করা যায়ঃ
• ব্যাচেলর্স ডিগ্রি
• মাস্টার্স ডিগ্রি
• ডক্টরাল ডিগ্রি
• ল্যাঙ্গুয়েজ কোর্স
• ফাউন্ডেশন বা কালচারাল কোর্স
• স্বল্প মেয়াদী সার্টিফিকেট কোর্স ডিপ্লোমা কোর্স
• ডিপ্লোমা কোর্স
আপনি কি কি বিষয়ে অধ্যায়ন করতে পারবেন:-
• এপ্লায়েড সায়েন্স
• টেকনোলোজি ইঞ্জিনিয়ারিং
• বিজনেস ম্যানেজমেন্ট
• ম্যাথেম্যাটিক্স
• এগ্রিকালচার ডিজিটাল ডিজাইন
• ফ্যাশন এন্ড ডিজাইন
• ফুড এন্ড হসপিটালিটি
নিউজিল্যান্ডে যে যে যোগ্যতার প্রয়োজন হয়ে থাকে:-
PhD / Doctoral ডিগ্রির জন্যঃ-
• ২ বছরের কাজের অভিজ্ঞতা।
• মাস্টার্স ডিগ্রি সনদ (থিসিস সহ)।
• ব্যাচেলর্স ডিগ্রি সনদ (থিসিস সহ) ।
• গবেষণা পত্র।
• উচ্চ মাধ্যমিক সনদ।
• মাধ্যমিক সনদ ।
• রেকমেন্ডেশন লেটার।
• IELTS Band Score কমপক্ষে 6.5 ।
• SOP বা Statement of Purpose (যেখানে অবশ্যই Extra-Curricular কাজগুলির উল্লেখ থাকতে হবে) ।
• CV বা Resume ।
মাস্টার্স ডিগ্রির জন্য:-
• ব্যাচেলর্স ডিগ্রি সনদ (থিসিস সহ)।
• গবেষণা পত্র (যদি থাকে) ।
• উচ্চ মাধ্যমিক সনদ ।
• মাধ্যমিক সনদ ।
• IELTS Band Score কমপক্ষে 6.0 ।
• রেকমেন্ডেশন লেটার ।
• SOP বা Statement of Purpose (যেখানে অবশ্যই Extra-Curricular কাজগুলির উল্লেখ থাকতে হবে)।
• CV বা Resume।
ব্যাচেলর্স ডিগ্রির জন্য:-
• উচ্চ মাধ্যমিক সনদ ।
• মাধ্যমিক সনদ ।
• IELTS Band Score কমপক্ষে 5.5 ।
• রেকমেন্ডেশন লেটার ।
• SOP বা Statement of Purpose (কেনো পড়তে যাচ্ছি এবং কেনো ঐ বিশ্ববিদ্যালয় পছন্দ করেছি, সেটা অবশ্যই উল্লেখ করতে হবে) ।
• CV বা Resume ।
ফাউন্ডেশন কোর্সের জন্য:-
• উচ্চ মাধ্যমিক সনদ ।
• মাধ্যমিক সনদ ।
• IELTS Band Score কমপক্ষে 5.5।
• রেকমেন্ডেশন লেটার ।
• SOP বা Statement of Purpose (কেনো পড়তে যাচ্ছি এবং কেনো ঐ কোর্স পছন্দ করেছি, সেটা অবশ্যই উল্লেখ করতে হবে)।
• CV বা Resume ।
নিউল্যান্ডের কিছু উল্লেখযোগ্য স্কলারশিপগুলি হলো –
• New Zealand International Scholarship.
• UC International First Year Scholarship.
• University of Auckland International Student Excellence Scholarship.
• ADB Scholarships at University of Auckland .
• Tongarewa Scholarship.
• Wellington Master’s by Thesis Scholarship.
• Wellington Doctoral Scholarships.
• University of Otago International Research Masters Scholarships .
• University of Otago Doctoral Scholarships.
• University of Waikato International Excellence Scholarships.
• University of Waikato Doctoral Scholarships.