জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি NU Notice on Increase in Online Primary Application Time in Masters (Regular) Admission Program for National University 2021-2022 Academic Year প্রকাশ হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন শুরু হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মােবাইল ব্যাকিং এর মাধ্যমে ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
মাস্টার্স (নিয়মিত) ভর্তি বিজ্ঞপ্তি 2023 NU Masters Admission Circular
জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স শেষ পর্ব ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ২২/১১/২০২১ (রাত ১২টা পর্যন্ত) পর্যন্ত চলবে। অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহ করে প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মােবাইল ব্যাকিং এর মাধ্যমে ২৩/১১/২০২১ তারিখের মধ্যে জমা দিতে হবে।
কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম ২৪/১১/২০২১ তারিখের মধ্যে অনলাইনে নিশ্চয়ন করাতে হবে। সংশ্লিষ্ট সকলকে কোভিড-১৯ মহামারি সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে।
Masters ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ
অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজে কালার প্রিন্ট করতে হবে)।
প্রাথমিক আবেদনের প্রবেশপত্র -২সেট।
পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
স্নাতক (পাস) এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
স্নাতক (পাস) পরীক্ষার নম্বরপত্র।
স্নাতক (পাস) পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
টাকা জমার রশিদ।
চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।
উল্লেখ্য, সকল কাগজপত্র ২ কপি করে ২ সেট বানাতে হবে যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে।
NU মাস্টার্স শেষ পর্ব(নিয়মিত) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদনের করা যাবে ০৫/০৯/২০২২ইং তারিখ বিকাল ৪ টা থেকে ২০/০৯/২০২২ইং রাত ১২টা পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের উক্ত আবেদন ফরম পূরণ করে প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত)টাকা সংশ্লিষ্ট কলেজে ২২/০৯/২০২২ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত চার বছর মেয়াদী অনার্স/ প্রিলিমিনারী টু মাস্টার্স(নিয়মিত) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
[…] বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন বিজ্ঞপ্তি ২০২১ Barisal University Admission Application Notification 2021। […]
[…] বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ National University Degree Admission Notice 2021 নিয়ে […]
[…] রুটিন ২০২১ আজকে প্রকাশিত হয়েছে।. জাতীয় বিশ্ববিদ্যালয়ের রুটিন প্রকাশ ডিগ্রি স্নাতক পাস […]
[…] অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরনের বিজ্ঞপ্তি প্রকাশ।National University Honours 2nd Year Online Form Fill Up Notice […]
[…] প্রকাশ করা হবে। চলুন জেনে নেওয়া যাক Masters Admission ফলাফল জানবেন […]
[…] Final Stage Oral and Practical Exam Center List 2023. মাস্টার্স শেষ পর্ব ব্যবহারিক-মৌখিক পরীক্ষার […]