NU Master’s (Regular) Admission Release Slip Online Application 2022 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন আজ বিকাল ৪ টা থেকে শুরু হবে। আর চলবে হয়ে৬ নভেম্বর ২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত।
যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে (ক) মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি (খ) ভর্তি বাতিল করেছে (গ) যে সকল প্রার্থী ২য় পর্যায়ে প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে।
মাস্টার্স (নিয়মিত) ভর্তি রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২০২২ NU Master’s (Regular) Admission Release Slip
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে। এরপরে ২য় ও সর্বশেষ অনলাইন আবেদন শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকার ফল SMS এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে NU<space>ATMP<space>Roll No লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং রাত ৯টায় ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে ফল পাওয়া যাবে।