National University Release Slip Result 2023 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা আগামী ২৭ জুলাই ২০২৩ প্রকাশিত হবে।অনার্স ভর্তির রিলিজ স্লিপের রেজাল্ট ২০২৩ কবে দিবে? আজ বিশ্ববিদ্যালয়ের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ম রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ০১ আগষ্ট ২০২৩ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
National University Release Slip Result 2023 অনার্স রিলিজ স্লিপের রেজাল্ট ২০২৩
NU Release Slip Result 2023 বিকাল ৪টায় অনার্স ভর্তির ১ম রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশিত হবে। ভর্তিচ্ছুদের ফলাফল পেতে SMS (nu<space>athn<space>roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে।
এছাড়া রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটেও (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।
এছাড়া ১ম রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন করার কোন সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।