সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ও তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা আগামী ২০ মে এবং ৩ জুন সকাল ১০ টা ৩০ মিনিট থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রার্থীদের অবশ্যই সকাল ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হচ্ছে।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২২ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ Primary School Teachers DPE Admit Card Download 2022 By Online Notice.
যেভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ অ্যাডমিট কার্ড ডাউনলোড :
দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য প্রার্থীরা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে (admit.dpe.gov.bd) ওয়েবসাইটে ইউজার নেম ও পাসওয়ার্ড বা এসএসসি-এর রোল, বোর্ড ও পাসের বছর দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র (মূল এনআইডি বা স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং প্রবেশপত্রে পাওয়া যাবে।
How to Download Primary DPE Admit card?
http://admit2.dpe.gov.bd:8086/att/applicant/downloadByUP?
website and log in with your User ID and Password.
You can Download Admit Card by Using the SSC Exam Roll Number and Exam year.
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী এ নিয়োগ পরীক্ষায় অংশ নেবেন। এ নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী শুক্রবার (২০ মে ) অনুষ্ঠিত হবে। এদিন ৩০ জেলায় প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৮ জেলার সবকয়টিতে এবং ২২ জেলার আংশিক পরীক্ষা হবে। এদিন মোট ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেবেন। এসব প্রার্থীর লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে।
গতকাল অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়। নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন।
দ্বিতীয় ধাপে যেসব জেলা-উপজেলায় প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে তার একটি তালিকা ইতোমধ্যে প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুসারে, দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, বরিশাল, সিলেট, রংপুর জেলার সব উপজেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।