জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছেন? জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম।

কিভাবে gmail password পরিবর্তন করতে হয়? আজকে আমরা আলোচনা করবো কিভাবে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। তো নিচের অংশে দেখে নেই গুগলের জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম।

কী ভাবে পরিবর্তন করা সম্ভব Gmail পাসওয়ার্ড?

১) প্রথমে Google-এ মাই অ্য়াকাউন্টে যেতে হবে

২) সেখান থেকে ম্য়ানেজ ইয়োর অ্য়াকাউন্ট অপশনে যেতে হবে।

৩) এরপর সিকিউরিটি অপশনে গিয়ে নিজের বর্তমান পাসওয়ার্ড চেঞ্জ করা সম্ভব

শিক্ষার সব খবর সবার আগে জানতে LikhonBD.com এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য় বর্তমান পাসওয়ার্ডটি প্রথমে দিতে হবে। তারপর নতুন পাসওয়ার্ড সেট করতে হবে এবং তারপর ফের নতুন পাসওয়ার্ডটি টাইপ করে কনফার্ম করতে হবে। তারপর চেঞ্জ পাস ওয়ার্ড অপশনে ক্লিক করলেই চেঞ্জ হয়ে যাবে পাসওয়ার্ড।

Google অ্য়াকাউন্ট আরও সিকিওর করার জন্য় সুবিধা রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন। অর্থাৎ, কোনও Google অ্য়াকাউন্টের ক্ষেত্রে টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখলে শুধুমাত্র পাসওয়ার্ড দিলেই ওই অ্য়াকাউন্ট খুলবে না। তার সঙ্গে সঙ্গে ব্য়ক্তিগত মোবাইলে আসবে একটি কোড। সেই কোডে ক্লিক করলে তবেই খুলবে অ্য়াকাউন্ট।