পুরান ঢাকা’র সর্বাপেক্ষা জনপ্রিয় বাহন হলো রিকশা।এই প্রাচীন শহরটির যাতায়াতের পথগুলো অত্যন্ত সরু হওয়াতে রিকশা এখানকার প্রধান বাহন হয়ে দাঁড়িয়েছে। পণ্য পরিবহনের জন্য মানুষ টানা চাকা গাড়ীও রয়েছে প্রচুর। সীমিতভাবে ঘোড়ার গাড়ী বা টমটম এখনো চালানো হয়ে থাকে। এছাড়া যান্ত্রিক বাহনগুলোর মধ্যে বাস, টেম্পো, সি.এন.জি. চালিত অটোরিকশা ইত্যাদি উল্লেখযোগ্য। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল হওয়ায় মালপত্র আনা-নেয়ার জন্য গভীর রাতে পুরান ঢাকার সড়কগুলো ট্রাকের দখলে চলে যায়।
পুরান ঢাকার ১৪টি ঐতিহাসিক ও সুন্দর দর্শনীয় স্থান। যেগুলো খুব সহজেই একদিনে ঘুরে যেতে পারেন।
এর মধ্যে রয়েছেঃ
১. সোহরাওয়ার্দী উদ্যান
২. টি.এস.সি. মোড়
৩. কেন্দ্রীয় শহিদ মিনার
৪. কার্জন হল ও মুসা খান মসজিদ
৫. জাতীয় তিন নেতার মাজার
৬. হাজী খাজা শাহবাজ খান মসজিদ ও মাজার শরিফ
৭. হোসেনী দালান বা ইমামবাড়া
৮. ধাকেশ্বরি মন্দির
৯. লালবাগ কেল্লা ও কেল্লা মসজিদ
১০. খান মোহাম্মদ মৃধা মসজিদ
১১. তারা মসজিদ
১২. আহসান মঞ্জিল
১৩. সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বুড়িগঙ্গা নদী
১৪. নর্থব্রুক হল বা লালকুঠি
এছাড়াও এই যায়গাগুলো ঘুরার সময় আরো কিছু যায়গা চাইলে ঘুরে নিতে পারেন হাতে সময় থাকলে। এর মধ্যে বিউটি, বলদা গার্ডেন, রোজ গার্ডেন প্যালেস (Rose Garden Palace), বাহাদুর শাহ পার্ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইত্যাদি যায়গাগুলো।