মোবাইলে ইন্টারনেট না থাকলেও চালানো যাবে হোয়াটসঅ্যাপ WhatsApp can be run even if there is no internet on mobile., হোয়াটসঅ্যাপ নতুন একটি আপডেট এসেছে মোবাইলে নেট কানেকশন না থাকলেও ডেস্কটপে চালানো যাবে হোয়াটসঅ্যাপ ওয়েব। হোয়াটসঅ্যাপের এই নতুন সুবিধা পাওয়া যাবে শুধু ওয়েবের ক্ষেত্রে। অর্থাৎ ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে হোয়াটসঅ্যাপ চালালেই এটি ব্যবহার করা যাবে।
ফিচারটি চালু করতে অনুসরণ করুন –
প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ আপডেট করুন।
এবার ফিচারটি চালু করতে, আপনাকে হোয়াটসঅ্যাপ সেটিংসে চলে যেতে হবে।
এরপর, ‘Linked Devices’ অপশনে ক্লিক করুন।
এখন, ‘Multi-Device Beta’ নামের একটি অপশন দেখতে পাবেন, বিটা ভার্সন ব্যবহার করার জন্য এতে ক্লিক করুন।
এবার আপনার ডেস্কটপে ইন্সটল থাকা হোয়াটসঅ্যাপ খুলুন। এখন আপনার ফোনে ইন্টারনেট না থাকলেও ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। কেননা, হোয়াটসঅ্যাপ এখন আপনার ল্যাপটপের ইন্টারনেট ব্যবহার করবে।