এসএসসি পরীক্ষার ফলাফল ২০২২ কবে দিবে? SSC Result মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার ফলাফল ২০২২ আজ ২৮ নভেম্বর মধ্যে প্রকাশ হতে পারে। ফলাফল তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সেটি প্রকাশে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। সোমবার (২০ ডিসেম্বর) সংশ্লিষ্ট মাধ্যমে এ তথ্য জানা গেছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষাবোর্ডসহ ১১টি শিক্ষাবোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন পরীক্ষার্থী ছিল ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন। সারাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে,এসএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের এসএসসি-সমমানের সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজিত তিন বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হয়েছে। সেই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ণ কাজ শেষ হয়েছে। আগামী ২৩ ডিসেম্বরের পর যেকোনো দিন তা প্রকাশ করা সম্ভব হবে।
এসএসসি পরীক্ষার ফলাফল অনলাইনে দেখার জন্য শিক্ষাবোর্ডের (Intermediate and Secondary Education Boards Bangladesh) অফিশিয়াল ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd/) (https://eboardresults.com/v2/home) এ ভিজিট করতে হবে।
এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ প্রকাশ লিঙ্ক দেখুন
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল দেখতে নিচের আইপি এড্রেসগুলোতে চেষ্টা করতে পারেন। রেজাল্ট Server এ আপলোড হলেই। এই ৪ টা IP তে গেলেই দেখতে পারবেন।
103.230.104.222
103.230.107.235
103.230.104.203
103.230.107.233
IP গুলোর যে কোন একটি কপি করে Browser এ Paste করে ঢুকে পড়বেন। একটা না কাজ করলে আরেকটা দিয়ে চেষ্টা করবেন। Server এখন বন্ধ আছে রেজাল্ট আপলোড করার পরেই Server Open করে দিবে।
এসএসসি পরীক্ষার ফলাফল ২০২২ SSC Result
SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
SSC <স্পেস>DIN<স্পেস> 123456 <স্পেস> 2022 এবং মেসেজ টি পাঠাতে হবে 16222 নম্বরে।
প্রধানমন্ত্রী সম্মতি দিলে উল্লিখিত দিনের পর বা আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা যেতে পারে। এতে করে জানুয়ারি থেকে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ প্রস্তাবের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চেয়ে আরেকটি প্রস্তাব পাঠানো হবে। তিনি যেদিন সময় দেবেন সেদিন ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে দেশের সকল শিক্ষাবোর্ডের ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী ফলাফল প্রকাশের অনুমোদন দিলে দুপুরে সংবাদ সম্মেলন করে তা প্রকাশ করা হবে।
এদিকে আন্তঃশিক্ষা বোর্ডের কর্মকর্তা বলেন, আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে এসএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য রোববার শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ফলাফল তৈরির কাজ শেষ হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা।
গত ১৪ নভেম্বর পদার্থ বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। করোনার কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত বছর এ সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯। When will the results of SSC examination be given in 2021?
When will ssc exam results 2021 be given? Secondary School Certificate SSC Exam Results 2021 may be released between December 28 and 31. The preparation of the results has already been completed. The Inter-Education Coordination Board has sent a proposal to the Ministry of Education seeking the Prime Minister’s consent to publish it. This information was revealed through the relevant media on Monday (December 20).
[…] ২০২১ সালের এসএসসি ফলাফল প্রকাশ হয়েছে। এবার পাশের হার ৯৪.০৮। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে এবার পাসের হার ৯৩.৫৮। সকাল পৌনে ১১টায় প্রধানমন্ত্রীর পক্ষে নয়টি সাধারণ শিক্ষাবোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের প্রধানের কাছ থেকে গ্রহণ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। […]